বোয়ালখালী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম ৮ (বোয়ালখালী -পাচঁলাইশ) সংসদীয় আসনে বোয়ালখালী উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় প্রার্থীরা। তাদের কর্মী-সমর্থকরা গণসংযোগ করছেন দিনরাত। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বুধবার (২৬ ডিসেম্বর) উপজেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন বাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার, গণসংযোগ, মিছিল, লিফলেট বিতরণ, আলোচনা ও মতবিনিময় সভাসহ নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে প্রার্থীদের। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। তুলে ধরছেন এলাকা নিয়ে নিজেদের নানা পরিকল্পনাও। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
চট্টগ্রাম ৮ আসনে প্রার্থী হলেন যারা-স্বতন্ত্র প্রার্থী কেটলি মার্কার সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম,জাতীয় পাটির মনোনিত লাঙ্গল প্রতীকে জাপার প্রেসিডিয়ার সদস্য সোলায়মান আলম শেঠ, বিএনএফের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদকে,টেলিভিশন প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরীকে ফুলকপি প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মহিবুর রহমান বুলবুলকে ডাব প্রতীক, তৃণমূল বিএনপির সন্তোষ শর্মাকে সোনালী আঁশ প্রতীকে, কল্যাণ পার্টির মো. ইলিয়াছকে হাতঘড়ি প্রতীকে, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিনকে চেয়ার প্রতীকে, এপিপি মো. কামাল পাশাকে আম প্রতীকে ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল নবী মোমবাতি প্রতীকে নিবার্চনী মাঠে রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য মতে,বোয়ালখালী পৌরসভা, আটটি ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। মহিলা ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ভোটকেন্দ্র ১৯০টি, ভোটকক্ষ ১৪১৪টি।