চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।
অত্র আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপির মো. নাজিম উদ্দিনকে সোনালী আঁশ প্রতীক, সুপ্রিম পার্টির কাজী মহসীন চৌধুরীকে একতারা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরীকে কেটলি প্রতীক, ইসলামী ফ্রন্টের সৈয়দ মুক্তার আহমেদকে মোমবাতি প্রতীক, বিএনএফের আবু মোহাম্মদ সামশুদ্দিনকে টেলিভিশন প্রতীক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ছৈয়দ হাফেজ আহমদকে চেয়ার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।