চট্টগ্রাম-৫ আসনে ফজলুল হকের মনোনয়ন প্রত্যাহার ও শাকিলার বাতিল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৫ (হাটাহাজারী-বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর-মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক। তিনি শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রিটার্নিং কর্মকর্তার (চট্টগ্রাম বিভাগীয় কমিশনার) নিকট তার মনোনয়নপত্র লিখিতভাবে প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ১ জানুয়ারিতে নির্বাচন এবং প্রার্থীতা নিয়ে বিস্তারিত আলোচনা করে জনাব তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রেখে মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এরই আলোকে আজ মনোনয়নপত্র লিখিতভাবে প্রত্যাহার করেছি।

অন্যদিকে, সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ বলেন, যাচাইয়ে দেখা গেছে যে জমা দেওয়া স্বাক্ষরের সঙ্গে প্রকৃত ভোটারদের স্বাক্ষরের মিল নেই। বিধি অনুযায়ী এ ধরনের অনিয়মে মনোনয়ন বাতিল করতে হয়।

শাকিলা বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার চট্টগ্রাম-৫ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া অন্য দুইজন হলেন- জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী মো. ইমাম উদ্দিন রিয়াদ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top