চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার মনোনয়ন দাখিল

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব সোলায়মান বাদশা, যুগ্ম আহবায়ক কবির চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন, আবুল কাশেম মাস্টার, গাজী মো. হানিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মাহবুবুল আলম শিমুল, নাজিম উদ্দীন কমিশনার, উপজেলা যুবদলের আহবায়ক মো. নিঝুম খান, সদস্য সচিব এম এ আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার সজীব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আবুল হাসান ফয়সাল।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

 

Scroll to Top