চট্টগ্রাম ২নং গেটে ককটেল বিস্ফোরণ, পুলিশের দাবি ‘পটকা’

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নং গেট এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা এটাকে ককটেল বিস্ফোরণ বললেও পুলিশ দাবি করছে, এগুলো ককটেল নয় বরং পটকা। পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব পটকা ফোটায় দুর্বৃত্তরা।

আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে ষোলশহরের ২ নম্বর গেট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে দুটি পটকা ছোড়া হয়। সেগুলো সড়কের মাঝামাঝি অংশে গিয়ে বিস্ফোরিত হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘ফ্লাইওভারে একটি চেকপোস্ট বসিয়ে পুলিশ টহল দিচ্ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

গত বছর গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই শীর্ষ সহযোগীর বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ উপলক্ষ্যে দেশব্যাপী নাশকতার  আশঙ্কা রয়েছে। তাই ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করার উপর জোর  দিয়েছে সরকার।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top