চট্টগ্রাম—৬ : গোলাম আকবরের সম্পদ ৩৫ কোটি ৬৭ লাখ টাকার ওপরে
নির্বাচনী হলফনামা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে অপরাধ, রাজনৈতিক অস্থিরতা ঘিরে বছরজুড়ে আলোচনায় ছিল চট্টগ্রাম-৬ (রাউজান) আসনটি। বিশেষ করে এই উপজেলায় বিএনপির রাজনীতিতে দুই নেতার রেষারেষির জেরে গ্রুপিং, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে রক্ত ঝরেছে। এই দুই নেতা এবার ভোটের মাঠেও সবার নজরে রয়েছেন। একই আসনে কেন্দ্র থেকে বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। এর মাঝে মনোনয়ন বাছাইয়ে দুজনকেই বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গোলাম আকবর খোন্দকারের দেওয়া হলফনামা পর্যালোচনায় জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সর্বশেষ আয়কর রিটার্নে তাঁর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৫ কোটি ৬৭ লাখ টাকার ওপরে। আয় দেখিয়েছেন ১৬ লাখ ৪৫ হাজার ৬২৪ টাকা। তাঁর স্ত্রীর নামে রয়েছে ৭ কোটি টাকার বেশি সম্পদ। দুই সন্তানের নামে রয়েছে ১০ কোটি টাকার বেশি সম্পদ। এসব স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, নগদ অর্থ, ব্যাংকে জমা, ঋণপত্রের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমি, পরিবহন, শেয়ার ব্যবসা ইত্যাদি।

হলফনামা অনুযায়ী, গোলাম আকবর খন্দকারের নামে বিভিন্ন সময় হত্যাচেষ্টা, বিস্ফোরক ও বিশেষ আইনে সাতটি মামলা দায়ের হয়েছিল। চলতি বছর শুরুতে একে একে ৬টি মামলা থেকে খালাস পেয়েছেন। একটি মামলা ফাইনাল রিপোর্ট আদালত কর্তৃক গৃহীত হয়।

গত বছর অভ্যুত্থানের আগে রাউজান উপজেলার তৎকালীন আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর একক নিয়ন্ত্রণে ছিল। তাঁর ভয়ে সবাই তটস্থ থাকত বলে অভিযোগ রয়েছে। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত উপজেলাটিতে অভ্যুত্থানের পর পুরোনো ধারা যেন আবার ফিরে আসে। বিশেষ করে উপজেলাটিতে বিএনপির কেন্দ্রীয় দুই নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মধ্যে বিরোধ সেখানে রাজনৈতিক অস্থিরতা জিইয়ে রাখছে বলে অভিযোগ রয়েছে। রাউজানে অনেকগুলো আলোচিত হত্যাকাণ্ড এই দুই নেতা ও তাঁদের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে হয়েছে বলে অভিযোগ রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে ভোটের মাঠেও এখন বিএনপির এই দুই নেতা মুখোমুখি অবস্থায় আছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top