পড়া হয়েছে: ৪৮
চাটগাঁ নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ভোটে এগিয়ে আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব।
পৌনে ৮টায় রিপোর্ট লেখা পর্যন্ত ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব ৫৮১৯৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা নদভী ২১১৩৫ ভোট পেয়ে ৩৭০৬০ ভোটের ব্যাবধানে পিছিয়ে আছেন।
এই আসনের ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫৭টি কেন্দ্রে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলমান থাকলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। এবং বিচ্ছিন্ন কিছু ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এসএ