চট্টগ্রাম-১৪ আসনে জসিমের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই হত্যা মামলার আসামি ও আওয়ামী ফ‍্যাসীবাদের দোসর উল্লেখ করে চট্টগ্রাম-১৪ আসনে জসিম উদ্দিনের প্রার্থিতা বাতিলের দাবিতে ‘বিপ্লবী জুলাই যোদ্ধা চট্টগ্রাম’ ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আঠারো কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগরের অন্যতম নেতৃত্বদানকারী জসিম উদ্দিন আকাশ, জুলাই মঞ্চের অন্যতম সংগঠক ওসমান গনি, জুলাই আন্দোলনে আহত রিয়াদ সুলতানা নুরী, জুলাই যোদ্ধা তানভীরুল ইসলাম, জুলাই যোদ্ধা জান্নাতুল নাঈম, জুলাই যোদ্ধা এমদাদ বাবু, জুলাই যোদ্ধা নাজমুল, জুলাই যোদ্ধা সানি, জুলাই আহত এবং হৃদয় তরুয়ার মামলার বাদী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ, নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্বাসসহ অসংখ্য জুলাই আন্দোলনকারী।

মানববন্ধনে বক্তারা দাবি করেন উনি যেহেতু হত্যা মামলার আসামি, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা, ফ‍্যাসিবাদী দোসর, এমন ব‍্যক্তিকে চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন দেওয়া হলে জুলাইয়ে নিহত ও আহতের রক্তের সাথে বৈঈমানি হবে।

তারা পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী রবিবার প্রার্থিতা বাতিলের দাবিতে রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top