আনোয়ারা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রাম-১৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা।
এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান এবং জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান। ঋণখেলাপি হওয়ায় তাঁর প্রার্থিতা গ্রহণযোগ্য নয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এ ছাড়া নিজের মনোনয়নপত্রে নিজেই প্রস্তাবকারী হওয়ায় বাতিল করা হয়েছে বিএনপির দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের মনোনয়নপত্র।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা বলেন, উৎসবমুখর পরিবেশে সকল প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-১৩ আসনে সাত জনের মনোনয়ন বৈধ করা হয়েছে এবং দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আপিল করার সুযোগ রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন







