চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ৭ প্রার্থী বৈধ, ৪ জনের বাতিল

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই আসনের ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে যে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম বেলাল নূর, জাতীয় পাটির ফরিদ আহম্মদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব হেলালী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান।

এদিকে, চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এম. এয়াকুব আলী, জাতীয় পাটির সিরাজুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন।

চট্টগ্রাম-১২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, পটিয়া আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং চার প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব আয়োজনের লক্ষ্যে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। প্রশাসন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top