চাটগাঁ নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-ইপিজেড-পতেঙ্গা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুর উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয় মনোনয়ন জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সামশুল আলম, সদস্য সচিব ইব্রাহিম খলিল, ইপিজেড থানা আন্দোলন কমিটির সহ সভাপতি আমজাদ হোসেন জিকু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এম এইচ আব্দুল কাদের।
নুর উদ্দিন বলেন বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলে ইনশাআল্লাহ চট্টগ্রাম-১১ আসনে হাতপাখা বিপুল ভোটে বিজয় লাভ করবে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো জামায়াতসহ অনন্য সকল দলগুলোকে নিয়ে যেই আসন সমোঝোতা হচ্ছে সেটি এখনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসেনি। আমি ইনশাআল্লাহ আমার জায়গা থেকে হাতপাখার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং জনগণের সাড়াও পাচ্ছি। তবে মুহতারাম আমীর যদি আমাকে সরে গিয়ে অন্যদলের প্রার্থী দেয়, আমি অবশ্যই ওনার পক্ষে হয়ে কাজ করবো।
চাটগাঁ নিউজ/এসএ






