চট্টগ্রাম-১০ ছেড়ে ১১ তে খসরু, ১০-এর চূড়ান্ত মনোনয়নে সাঈদ নোমান
নগরীর ২ আসনে বিএনপির প্রার্থী বদল

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। অন্যদিকে চট্টগ্রাম-১০ আসনের পরিবর্তে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও কেন্দ্রীয় পর্যায়ের আলোচনার পর সাঈদ আল নোমানকে চট্টগ্রাম-১০ আসনের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দলের পক্ষ থেকে নগরীর দুইটি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় চট্টগ্রাম-১০ আসনে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। ওই সময় চট্টগ্রাম-১১ আসন খালি রাখা হয়েছিল।

শেষ পর্যন্ত আমীর খসরুকে তার পুরনো সংসদীয় এলাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হল। এই আসনে তার মনোনয়নপত্র সংগ্রহ না করলেও তার ছেলে ইস্রাফিল খসরুর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছিল।

বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে সাঈদ আল নোমান জানান, “দলের পক্ষে আমাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আমি দলের সকলের প্রতি কৃতজ্ঞ এবং এর সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”

উল্লেখ্য, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে মোট ১৫টিতে দলের প্রার্থীতা চূড়ান্ত করল বিএনপি। ফাঁকা রাখা আসনে দলের পক্ষে প্রার্থী থাকবে নাকি মিত্রদের কাউকে ছেড়ে দেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top