চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় দিনে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ।
শুক্রবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হয়।
ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুসাল মেন্ডিস। ফলে ব্যাটিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে ২৮০ থেকে ৩০০ রান করতে পারলে পরে বোলারদের জন্য কাজ সহজ হবে।
প্রথম ওয়ানডে জেতা একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়েই নামছে স্বাগতিকরা। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে সবশেষ সিরিজে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ জিতেছিল তারা। প্রায় তিন বছর পর একই অবস্থায় দাঁড়িয়ে টাইগাররা।
ওয়ানডেতে দেশের মাটিতে সবশেষ দুই সিরিজে হেরেছে বাংলাদেশ। ২০১১ সালের পর প্রথমবারের মতো দেশের মাটিতে টানা তিন সিরিজে হার এড়াতে জয় জরুরি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের জন্য। আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে হারার আগে গত বছরের মে মাসে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
চাটগাঁ নিউজ/এসবিএন