চট্টগ্রাম রেলওয়ের পুরাতন মালামাল ও স্ক্র্যাপ পাচার: দুদকের অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের শতকোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ সংঘবদ্ধ অসাধু চক্রের মাধ্যমে পাচারের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের একটি দল চট্টগ্রাম রেলওয়ে কার্যালয়ে এ অভিযান চালায়।

আজ অনুষ্ঠিত এ অভিযানে দুদকের এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট দপ্তর থেকে অভিযোগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করে।

প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দুদক সূত্র জানিয়েছে।

এদিকে মিথ্যা তথ্য-উপাত্ত দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক, পাহাড়তলির প্রকৌশলী মো. সাজ্জাদুল ইসলাম।

দুদকের কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের এ অভিযোগ অত্যন্ত গুরুতর, তাই সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিস্তারিত দেখুন সিপ্লাস টিভিতে……………………

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top