রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাউজান পৌরসভার বেরুলিয়ার দায়ের ঘাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম মো. আবদুল কাদের (৩১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মো. সগিরের ছেলে। জানা গেছে, সিএনজি চালিত অটোরিকশাটি সীতাকুণ্ড হতে রাউজানে ভাড়ায় এসে ফেরার পথে এই দুর্ঘটনায় পতিত হয়।
রাউজান হাইওয়ে থানার ওসি আশরাফুজ্জামান হাওলাদার বলেন, ধীরগতির হাটহাজারীমুখী সিএনজি চালিত অটোরিক্সাকে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন হতে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়ক হতে ছিঁটকে পড়ে। ট্রাকটিও সড়কের পাশে খাদে পড়ে যায়।
এই ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জে কে মেমোরিয়াল হসপিটাল নেয়। সেখান হতে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি বর্তমানে হাইওয়ে থানার আওতায় জব্দ আছে।
চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ