চট্টগ্রাম যদি পারে তাহলে ঢাকাসহ অন্যান্য জেলা কেন পারবে না: ওমর সানী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, চট্টগ্রাম যদি পারে তাহলে ঢাকাসহ অন্যান্য জেলা কেন পারবে না।

পোস্টে তিনি একটি ছবি যুক্ত করেছেন, সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দ অবস্থায় পড়ে আছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার নিজের ফেসবুক পেজে এই পোস্ট দেন।

ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী বলেন, চট্টগ্রাম যদি পারে তাহলে ঢাকাসহ অন্যান্য জেলা কেন পারবে না, পরিষ্কার করুন আইনের মাধ্যমে একটা সিস্টেমের মধ্যে রাষ্ট্রের প্রজাতের থাকা উচিত, আমরা কেউ ভিআইপি নই সবাই আমজনতা।

ওমর সানীর পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা আছে, দৃষ্টিসীমা জুড়ে চট্টগ্রাম শহরের আটককৃত অবৈধ ব্যাটারি রিকশার ডাম্পিং স্টেশন! কঠোর অবস্থানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ২০ দিনে ২ হাজার ৬৮৮টি ব্যাটারি রিকশা আটক!! মনসুরাবাদ, চট্টগ্রাম।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top