পড়া হয়েছে: ২৮
সিপ্লাস ডেস্ক: মো. মাহামুদুল হক সুমন চৌধুরীকে সভাপতি এবং মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সইয়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
যুবলীগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর যুবলীগের ৪০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির মোট সদস্য হবেন ১৩১ জন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ মে অনুষ্ঠিত সম্মেলনের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া কমিটির শূন্য পদগুলো পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ায় নির্দেশ প্রদান করা হয়েছে।