চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনায় মামলা দায়েরের পর জোবরা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি। বাকি পাঁচজন তদন্তেপ্রাপ্ত আসামি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) এসআই রুপন।
তিনি জানান, মঙ্গলবার মামলার প্রেক্ষিতে আটজনকে আটকের পর গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার সবাইকে আদালতে পাঠিয়ে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার এজাহারভুক্ত আসামিরা হলেন -মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।
অন্যদিকে, তদন্তেপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরও প্রায় ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার বাদী হন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান আব্দুর রহিম।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ