চট্টগ্রাম বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজে ধরা ১৫ লাখ টাকার অবৈধ পণ্য 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে ফেরা তিন যাত্রীর কাছ থেকে ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট ও ইলেকট্রনিকস পণ্য জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার (৯ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরে কর্মরত এনএসআই, কাস্টমস এবং বিমানবাহিনীর টাস্কফোর্স সদস্যরা মো. রিপন, মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম নামের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করেন।

এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম, ১০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট, ৭টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৯০ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, তিন যাত্রী প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় তাদের মালামাল জব্দ করে সতর্ক করে দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top