চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের হানা, দালাল গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় একজন দালালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নানা অনিয়ম, ঘুষ গ্রহণ, দুর্ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার (৭ মার্চ) দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দুদক টিম প্রথমে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে কোন অনিয়ম আছে কিনা তা পর্যবেক্ষণ করেন। তারা পাসপোর্ট করতে আসা সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। এ সময়ে কাউন্টার, ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের কক্ষ পরিদর্শন করেন।

অভিযানে আনসার সদস্য আমানুল্লাহ, পুলিশের কনস্টেবল রিয়াদ ও ইমন বড়ুয়ার বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততা পান। একই সময়ে গেটের সামনে থেকে একজন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি সেখানে আসেন। তাকে সাথে নিয়ে পরিচালকের সাথে সাক্ষাৎ করে অভিযোগ সংশ্লিষ্ট দুইজন স্টাফকে ডাকা হয়। তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালককে অবহিত করা হয়।

এছাড়া পুলিশ এবং আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করার জন্য পরিচালক পাসপোর্টকে অবহিত করেন দুদকের অভিযান দল।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top