চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া ইজারা বাতিলের দাবিতে পদযাত্রার চেষ্টা করেছে বন্দর রক্ষা পরিষদ। তবে পুলিশের বাধার মুখে তাদের সেই চেষ্টা সফল হয়নি।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদ মোড় থেকে চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে তাদের বারিক বিল্ডিং মোড় পার হতে দেয়নি পুলিশ। সেখানেই সমাবেশ সারেন পরিষদের নেতারা।
বন্দরের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ‘বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র’ এবং বন্দরের কর্মচারীদের হয়রানির প্রতিবাদে বন্দর ভবন অভিমুখে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। অবশ্য সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার বিষয়ে কোনো উদ্যোগের কথা এখনো বন্দর কর্তৃপক্ষ প্রকাশ করেনি। তবে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
সমাবেশে বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, ‘বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি ও এনসিটি কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানকে দিতে দেব না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। উনারা মুখস্থ বলে দিচ্ছেন বন্দরের সক্ষমতা কম। অথচ এনসিটি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় চলছে। রেকর্ড আয় করেছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে। এনসিটি বিদেশিদের হাতে তুলে দিয়ে বাংলাদেশের অস্তিত্ব সংকটে ফেলা আমরা শক্তহাতে প্রতিরোধ করব। আমরা বন্দর রক্ষা করব। আমরা আমাদের দেশ রক্ষা করব।’
চাটগাঁ নিউজ/এসএ






