পড়া হয়েছে: 71
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরে দুটি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লোহার রড তৈরির কাঁচামাল (স্ক্র্যাপ) বোঝাই একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, ‘দুটি লাইটারেজ জাহাজের মধ্যে হালকা সংঘর্ষ হয়েছে। এতে আবুল খায়ের গ্রুপের জাহাজ এমভি টিটু-এইট সামান্য কাত হয়ে যায়। জাহাজের সামান্য ক্ষতি হলেও পণ্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একপাশ কাত হয়ে থাকা অবস্থায় জাহাজ থেকে স্ক্র্যাপ খালাস চলছে। সেটি বর্হিনোঙ্গর থেকে স্ক্র্যাপ নিয়ে খালাসের জন্য মাঝিরঘাট এসেছিল।’
দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ







