চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেক যুগের অবসান, দায়িত্বে সিডিডিএল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আজ শেষ হচ্ছে সাইফ পাওয়ার টেকের। আজ রবিবার (৬ জুলাই) রাত ১২টার পর থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, এনসিটির পরিচালনায় বর্তমানে নিযুক্ত কর্মীরা ড্রাই ডক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে আগের মতো কাজ করবেন। সিডিডিএল কর্তৃপক্ষকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, এনসিটি বিগত ১৭ বছর ধরে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছিল। পাঁচটি জেটির প্রতিটিতে বড় সমুদ্রযাত্রার জাহাজ ভিড়তে পারে এবং একটি জেটিতে অভ্যন্তরীণ নৌযান চলাচল করে। বছরে প্রায় ১৩ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করে এই টার্মিনাল। এখানে রয়েছে ১৪টি গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক সরঞ্জাম। এনসিটি টার্মিনালের মাধ্যমে বর্তমানে বছরে প্রায় ১৩ লাখ টিইইউ কনটেইনার পরিচালিত হয়। টার্মিনালটি প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আয় করে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top