নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে চার দিনের শুভেচ্ছা সফরে এসেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। রোববার (১৩ এপ্রিল) দুপুরে যুদ্ধজাহাজগুলো চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে। এ সময় ৩ যুদ্ধজাহাজ সমৃদ্ধ নৌবহরটি পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করে।
রাশিয়ান যুদ্ধজাহাজগুলোকে স্বাগত জানাতে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাশিয়ান দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও।
জানা যায়, শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ান যুদ্ধজাহাজের অধিনায়ক ও নাবিকরা বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।
সফরকালে রুশ নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থানগুলোও ঘুরে দেখবেন বলেও জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে ধারাবাহিকতা তা আরও সুদৃঢ় করতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের অধিনায়করা ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরকারী জাহাজসমূহের কর্মকর্তা ও নাবিকরা নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুস্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ও নৌবাহিনী পরিচালিত স্কুলসমূহের শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজসমূহ পরিদর্শন করবেন।
শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়। সফর শেষে জাহাজ তিনটি আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে বলে জানানো হয়।
চাটগাঁ নিউজ/এইচএস/জেএইচ