চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে চলছে বিতর্ক, নেপথ্যে কারণ কী?  

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরে যে চারটি বে টার্মিনাল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় টার্মিনালটি হচ্ছে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি। যাতে এক সাথে চারটি সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারে। আবার এর সাথে স্বয়ংক্রিয় ক্রেন থাকায় দ্রুতগতিতে কন্টেইনার ওঠানো ও নামানো যায়। আর এই এনসিটি টার্মিনালটিকে বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও বিতর্ক।

সাইফ পাওয়ার টেকের সুবিধার বিষয়টি বাদ দিলেও বিএনপি, জামায়াতসহ অনেকগুলো রাজনৈতিক দল চাই না বিদেশি কোম্পানির হাতে বন্দরকে তুলে দিতে। এ বিষয়ে নানান যুক্তিও তুলে ধরেছেন বিএনপি-জামায়াত নেতারা।

এদিকে ‘বন্দর রক্ষা আন্দোলন’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে সাইফ পাওয়ার টেকের মালিক তরফদার রুহুল আমিনের কথোপকথন ও চ্যাট ভাইরাল হয়েছে। যেখানে বন্দর বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয় বন্দর অচল করে দিতে হবে বলেও শোনা যায়।

বর্তমানে, বহুল আলোচিত নিউমুরিং টার্মিনালটি যে বিদেশি অপারেটরদের হাতে দেয়ার কথা চলছে তা হলো দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। মুলত বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেয়ার প্রক্রিয়াটি শুরু হয়। ডিপি ওয়ার্ল্ড বর্তমানে সারা বিশ্বে ৬০ টিরও বেশি সামুদ্রিক ও অভ্যন্তরীণ বন্দর ও টার্মিনাল পরিচালনা করছে। ডিপি ওয়ার্ল্ডের অবকাঠামোর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১০% পরিচালিত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………………………………….

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top