চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খালাসের সময় ক্রেনের হুক ছিঁড়ে কন্টেনার পড়ে দুইজন আহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরের জেনারেল কার্গো বার্থের ১১ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সূত্র জানায়, রোববার বন্দরের ওই জেটিতে নোঙর করা মাকর্স ঢাকা নামের একটি জাহাজ থেকে কন্টেইনারা খালাস করা হচ্ছিল। উপর থেকে কন্টেনার নামানোর সময় জাহাজটির ৩ নম্বর ক্রেনের হুক ছিঁড়ে কন্টেইনারটি নিচে পড়ে যায়। এ সময় কাজ তদারকিতে থাকা বার্থ অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিস লিমিটেডের দুইজন কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে দ্রুত বন্দর হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, আহত দুজনের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ