চট্টগ্রাম বন্দরে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এনসিটিতে এক দিনে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করেছে নৌবাহিনী পরিচালনাধীন চট্টগ্রাম ড্রাই ডক।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপতিতে এ তথ্য জানিয়েছে তারা।

এতে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার একক কনটেইনার হ্যান্ডলিং ছাড়িয়েছে। এর মধ্যে আমদানিমুখী কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১ একক ও রপ্তানিমুখী ২ হাজার ৯১৮ একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

গত ৭ জুলাই থেকে থেকে বন্দরের এনসিটির দায়িত্ব গ্রহণের পর থেকে কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটিতে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ২১৭ কনটেইনার হ্যান্ডলিং হয়। যা প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ একক। এটি আগের তুলনায় ৪০ শতাংশ বেশি বলেও দাবি করেছে ড্রাই ডক কর্তৃপক্ষ।

এদিকে, চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল নেমেছে দুই দিনে। চলতি মাসের শুরুতে সময়কাল ছিল চার থেকে ছয় দিন। সম্প্রতি বন্দরে গাড়ি সংযোজন, টার্মিনাল সম্প্রসারণসহ বেশ কিছু উদ্যোগের কারণে এমন উন্নতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীরা বলছে, এই ধারা অব্যাহত থাকলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।

গত অর্থবছরের শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, ঈদের দীর্ঘ ছুটিসহ নানা কারণে বন্দরের ইয়ার্ডে তৈরি হয় বিশাল পণ্যজট। যার প্রভাব পড়ে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ প্রবেশেও। সে সময় চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বেড়ে দাঁড়ায় প্রায় ছয়দিন। তবে চলতি অর্থবছরের শুরু থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বন্দরের পণ্য খালাস ও জাহাজীকরণ কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, `চলতি সপ্তাহে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দাঁড়িয়েছে দুদিনে। এতে বর্হিনোঙরে কমেছে জাহাজের সংখ্যাও। গত বছরের আগস্টে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা ছিল গড়ে ১৪টি। এ বছরের আগস্টে এই সংখ্যা তিন থেকে চারটিতে নেমে এসেছে।’

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, ‘চট্টগ্রাম বন্দরে বর্তমানে কনটেইনারের ধারণ ক্ষমতা প্রায় ৫৯ হাজার একক। কয়েকটি ইয়ার্ড সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে বন্দরের এই ধারণক্ষমতা ৬২ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। গড় অবস্থানের সময় কমলে বিশ্বে বন্দরের সুনাম আরও বাড়বে।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top