পড়া হয়েছে: ১৭
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি কনটেইনার তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালানটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এ কে এম খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।
কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি মদের চালান জব্দ করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার থেকে এ মদের চালান আটক করা হয়।
তিনি আরও বলেন, দুপুরে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
চাটগাঁ নিউজ/এআইকে