চট্টগ্রাম বন্দরের ৬৭২১ শ্রমিক পেলেন প্রণোদনা

চাটগাঁ নিউজ ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে পৌনে ৭ হাজার শ্রমিক-কর্মচারীকে বিশেষ প্রণোদনা হিসেবে প্রায় ৫ কোটি টাকা ‘প্রণোদনা’ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বন্দর ভবন প্রাঙ্গণে ১৫ জন শ্রমিক কর্মচারীকে প্রতীকী হিসেবে নগদ অর্থ হস্তান্তর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। বাকি শ্রমিক কর্মচারীদের জন্য স্ব স্ব বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের চেক দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, ৬ হাজার ৭২১ জন শ্রমিক-কর্মচারী প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ৪ কোটি ৭০ লাখ ৪৭ হাজার টাকা দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের ঈদুল ফিতরে ৬ হাজার ৬৭১ জন শ্রমিক-কর্মচারীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৩ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকা বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান, বার্থ শিপ ও টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশন সভাপতি জনাব ফজলে ইকরাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিফ ওয়েলফেয়ার অফিসার মো. নাসির উদ্দিন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top