চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ৩ জন নিহত হওয়া ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে তাদের মোতায়েন করা হয়।
বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিজিবি গাড়ি নিয়ে নগরের মুরাদপুর, অক্সিজেন ও পাহাড়তলী এলাকায় টহল দিচ্ছে।
এদিকে বুধবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।
তারা হলেন, ফারুক (৩২), ওয়াসিম আকরাম (২২) ও ফিরোজ (২৭)।
নিহত ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তিনি চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের ছাত্র। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া। নগরীর বদ্দারহাটের ভাড়া বাসায় থাকতো। নিহত ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ওয়ার্কশপ কর্মচারী। নিহত পথচারী ফিরোজের বিস্তারিত পরিচয় জানা যায় নি।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুজহাত ইনু বলেন, চমেক হাসপাতালে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
চাটগাঁ নিউজ/এসআইএস