চট্টগ্রাম নগরীতে পাহাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে এক অভিযানে পাহাড়ি এলাকার প্রায় এক একর পাহাড়ি জমি থেকে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকায় পাহাড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা প্রদান করেন সিএমপির আকবর শাহ থানা পুলিশের একটি টিম, আনসার সদস্যরা। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখবে থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top