চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে অন্তবর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগ। এ সময় সংগঠনটির নেতা-কর্মীদের সরকার বিরোধী স্লোগান দেন।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পুলিশ।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেটি ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক থেকে শেয়ার করা হয়েছিল। ভিডিওতে দেখা যায়, আগ্রাবাদ এলাকায় বন্দরমুখী সড়কে মিছিল করছেন ১২ থেকে ১৫ জন ব্যক্তি। তাদের হাতে একটি ব্যানার ছিল। সেখানে লেখা—‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই’। ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল। ভিডিও ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাটি বন্দর ও ডবলমুরিং থানার সীমান্ত এলাকায় ঘটেছে। ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। ৩০ সেকেন্ডের মতো মিছিল করে তারা সেখান থেকে সরে পড়েন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top