চট্টগ্রাম দক্ষিণে এনসিপির ৩৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ৩৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আইনজীবী, ব্যবসায়ী, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে গঠিত এ কমিটিকে আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে এনসিপি নেতারা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে মুহাম্মদ হাসান আলীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ ইমরান, অ্যাডভোকেট মো. মিরাজ মিয়া, সৈয়দ ইমরান, মো. সাজ্জাদ হোসাইন, মাহবুবে আবেদীর, প্রফেসর ড. মহিউদ্দীন, সিফাত হোসাইন, মো. মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত, উম্মে হানি জেরিন, প্রকৌশলী মো. হাবিব উল্লাহ ও আবদুল্লাহ আর হাসান।

এ ছাড়া ২৬ জনকে সদস্য করা হয়েছে এ সমন্বয় কমিটিতে।

ঘোষিত কমিটির যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান বলেন, আহ্বায়ক কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তিন মাসের জন্য এই কমিটি কাজ করবে।

কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, দলের আস্থা ও দায়িত্বের মর্যাদা রক্ষা করে আমি সকল সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর পথচলায় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top