চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপির ‘তারুণ্যর সমাবেশ’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ৩১ দফা রূপরেখার আলোকে নীতি প্রণয়নে দেশের তরুণ সমাজকে সম্পৃক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী সেমিনার ও তারুণ্যের সমাবেশ কর্মসূচি শুরু করেছে। চট্টগ্রাম থেকেই সূচনা হতে যাচ্ছে এ কর্মসূচির। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার ও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ নিয়ে চট্টগ্রাম যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নগর জুড়ে নানামুখী প্রচার প্রচারণা শুরু করেছেন। ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার রাজপথ। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভা, উপজেলা জুড়ে চলছে নেতাকর্মীদের মিটিং, মিছিলসহ নানামুখী প্রচার প্রচারণা। চট্টগ্রামে যেহেতু দেশের প্রথম সেমিনার ও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই কর্মসূচিকে শোডাউন অব দ্য কান্ট্রিতে পরিণত করতে নানা পরিকল্পনা নিয়েছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ মে) নগরের কাজীর দেউড়ির মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

প্রথম কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৯ মে) বিকেলে কাজীর দেউড়ি আইসিসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। পরদিন ১০ মে পলোগ্রাউন্ড মাঠে হবে ‘তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’।

এ বিষয়ে বিএনপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এক মাসব্যাপী কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের প্রতিটি বিভাগে ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম থেকে এ কার্যক্রমের শুভ সূচনা হতে যাচ্ছে।

এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো—তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন এবং জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে তা সংযুক্ত করা।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্লেষক আব্দুল্লাহ্-আল-মামুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির কমিউনিকেশন বিভাগের প্রভাষক জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যানেজার মুনতাসির মুনীর, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, ইউনিভার্সিটি অব ডালাস টেক্সাসের অধ্যাপক শাফকাত রাব্বী এবং পাঠাও’র সিইও ফাহিম আহমেদ।

পলোগ্রাউন্ডের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।

ধারাবাহিকভাবে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে খুলনা, বগুড়া ও ঢাকায়। এসব সেমিনার ও সমাবেশে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top