চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের একটি থানা থেকে লুট হওয়া একটি পিস্তল বাগেরহাটের মোংলা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় কামাল নামে একজনকে আটক করা হয়েছে।
আটক কামাল উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে মোংলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয়।
পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মালগাজী এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। ডিবি পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত অস্ত্রটি পূর্বে চট্টগ্রামে থানা লুটের ঘটনায় লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি।
আটক কামাল এবং উদ্ধার হওয়া অস্ত্র চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ