চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট একেএম মকবুল কাদের চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ কমিটি আগামী দুই মাসের জন্য দায়িত্ব পালন করবে।

গঠিত এডহক কমিটির অপর সদস্যরা হলেন- অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ জহুরুল আলম।

সংশ্লিষ্ট মহল বলছে, আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে ১০ ফেব্রুয়ারির নির্বাচনটি পণ্ড হয়ে গেছে। এমন অবস্থায় স্থগিত নির্বাচনটি পুনরায় আয়োজনের দায়িত্ব এসে পড়েছে এডহক কমিটির ওপর। তবে কি তারা এ নির্বাচন আয়োজন করতে পারবে? নাকি আবারও দলীয় বিরোধে পণ্ড হয়ে যাবে আইনজীবী সমিতির নির্বাচন?

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আজ ১৬ ফেব্রুয়ারি সমিতির কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের পরস্পর বিরোধী অবস্থানের মুখে পড়ে এক প্রকার পদত্যাগ করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। এমন অবস্থায় সমিতি পরিচালনা ও নির্বাচন আয়োজনে সমিতির সাধারণ সভায় এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী চাটগাঁ নিউজকে বলেন, দুই মাসের জন্য সমিতির সাধারণ সভায় পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে সকল আইনজীবীদেরকে আমরা সমন্বয় করার চেষ্টা করব। সবার সাথে আলোচনা করে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন কিভাবে আয়োজন করা যায় সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি, হুমকি, নির্বাচনে আওয়ামী পন্থীদের সেনাবাহিনী মোতায়েনের দাবি, আবার বিএনপি পন্থীদের আওয়ামী লীগ পন্থীদের মনোনয়ন বাতিলের দাবিসহ নানা কারণে গত ৪ ফেব্রুয়ারি সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করে নির্বাচন কমিশন। আর এর মধ্য দিয়ে ১৩২ বছরের ইতিহাসে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রথমবারের মতো স্থগিত হয়ে যায়।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top