ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে মাইক্রো কারের ধাক্কায় মো. ইউসুফ (৫৫) নামে এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টার দিকে ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, দুর্ঘটনার পর গাড়ী চালক আহত ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেলে না নিয়ে ফটিকছড়ি উপজেলার বারৈয়ারহাট এলাকায় নিয়ে যায়। দুর্ঘটনার প্রায় ৩ ঘন্টা পর নাজিরহাটের এক অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত ব্যবসায়ির বাড়ি ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড ফতেহ আলীর বাড়ীতে। নিহত ব্যবসায়ীর চারটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
নিহত ব্যবসায়ীর মেয়ে বলেন, দুর্ঘটনার পর আমার বাবাকে গাড়ি চালক মেডিকেলে নিয়ে আসার কথা বলে অন্য জায়গায় নিয়ে যায়। আমরা ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারলাম ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার বাবার লাশ রয়েছে। চালক সময়মতো বাবাকে মেডিকেলে নিয়ে আসলে তাকে বাঁচানো যেত। গাড়ি চালকের কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা এটার সঠিক বিচার দাবি করছি।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আনিস চাটগাঁ নিউজকে জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আইনানুগ প্রক্রিয়া শেষ করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন