চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জাহেদ (২৯) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের রশিদনগর ইউনিয়নের পানিরছড়া ছড়া এইচ ডি মডেল হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহেদ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকার মনছুর আলমের ছেলে।
রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি৷ এতে ঘটনাস্থলে সিএনজি চালক মো.জাহেদের মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনার খবর পেয়ে আমিসহ হাইওয়ে পুলিশের একটি দল নিহতের মরদেহ উদ্ধার করি৷ এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন