চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে সম্প্রসারণের দাবিতে লোহাগাড়ায় মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
প্রায় আধা ঘণ্টা অবরোধ চলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
জানা গেছে, জুমার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদ থেকে বের হয়ে স্থানীয় শতাধিক মানুষ মহাসড়কে গাছের টুকরো ও বাঁশ ফেলে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। তারা মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আলোচনার এক পর্যায়ে ইউএনও’র আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
তারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ পথে। কিন্তু সড়কটি সরু হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে নিরীহ মানুষের। তাই এ মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে তারা শান্তিপূর্ণভাবে অবরোধ করেছেন। এ সময় তারা চালকের লাইসেন্স নিশ্চিতকরণ, লক্কর জক্কর ফিটনেস বিহীন গাড়ি আটক, মহাসড়কের উন্নয়ন, ফুটওভার ব্রিজ স্থাপন, গতিরোধক নির্মাণসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন।
অবরোধ চলাকালে চট্টগ্রাম অভিমুখী ও কক্সবাজার অভিমুখী উভয় লেনে দীর্ঘ সারি পড়ে যায় ট্রাক, বাস ও প্রাইভেটকারের। তবে প্রশাসনের তৎপরতায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, মানুষের দাবি যথার্থ। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। শান্তিপূর্ণভাবে তারা অবরোধ প্রত্যাহার করায় ধন্যবাদ জানাই।
চাটগাঁ নিউজ/এমকেএন