চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহ-সভাপতি হলেন জামাল সরফী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম উত্তর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন জামাল সরফী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জিসাসের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হেসেন সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জামাল সরফীকে চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহ-সভাপতি’র দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দায়িত্ব পালনে তিনি যেন নিষ্ঠা ও সততার সাথে কাজ করেন সেই প্রত্যাশা করা হয়েছে নেতৃবৃন্দের।

এদিকে দায়িত্ব পাওয়া জামাল সরফী তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, জামাল সরফী রাঙ্গুনিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউট শাখার সাবেক সভাপতি, বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমান শাখার সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top