চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ নেতা গিয়াস বিমানবন্দরে গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে মীরসরাই থানার করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, প্রায় এক বছর আমেরিকায় থাকার পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে শুক্রবার ভোরে তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেন। সেখান থেকে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই রাজিয়া আক্তার বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে বিমানবন্দরে গ্রেফতারের বিষয়ে কোনও তথ্য আমি পাইনি। খবর নিয়ে দেখছি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top