চট্টগ্রাম আদালত থেকে দুই হাজার মামলার ফাইল উধাও

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম আদালতে মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) কার্যালয় থেকে প্রায় দুই হাজার মামলার নথি উধাও হয়ে গেছে।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া রোববার (৫ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি মফিজুল হক ভূঁইয়া জানিয়েছেন, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) খুঁজে পাওয়া যাচ্ছে না। মহানগর পিপি’র এখতিয়ারে থাকা অন্তঃত ৩০টি আদালতে চলমান মামলার নথি এগুলো

পিপি’র কার্যালয়ের অভ্যন্তরে স্থান সংকুলান না হওয়ায় নথিগুলো বাইরের বারান্দায় মেঝেতে রাখা হয়েছিল। রোববার দুপুরের দিকে নথিগুলো উধাওয়ের বিষয়টি জানাজানি হয়।

চাটগাঁ নিউজ /ইউডি

Scroll to Top