ডেস্ক নিউজ: চট্টগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে এবি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন। যে ক্যাম্পেইনের আওতায় উপস্থিত ছিল চট্টগ্রাম নগরীর মৌলভীবাজার, মোহরা ও চান্দগাঁও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবক।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এবি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের আওতায় এবি ব্যাংকের এজেন্ট জিএম ট্রেডার্সের উদ্যোগে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
প্রোগ্রামের উদ্বোধন করেন প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল বাহার খান এবং সেশন পরিচালনা করেন এবি ব্যাংকের এসিস্টান্ট রিলেশনশিপ অফিসার মুনযির সাদ। এছাড়া গেইমিং সেশন পরিচালনা করেন এবি ব্যাংকের বিজনেস অফিসার মুহাম্মদ জহীর উদ্দিন বাবর।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের আর্থিক অন্তর্ভুক্তির জন্য ব্যাংকিং ও সেভিংস এর প্রয়োজনীয়তা জানানোর পাশাপাশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উক্ত অনুষ্ঠানে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর গ্রাহকদের জন্য বিশেষ অফার ও গিফট প্রদানের ঘোষণা দেয়া হয়। করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি এম ট্রেডার্স এর প্রোপ্রাইটর সাবেক ব্যাংকার মোহাম্মদ গোলাম মোস্তাফা, এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মোহাম্মদ আশরাফুল রাহাত, দিলওয়ারা বেগম, পিংকি চক্রবর্তী ও জি এম ট্রেডার্স এর ম্যানেজার সৈয়দ মোহাম্মদ মোস্তফা জয়।
চাটগাঁ নিউজ/জেএইচ







