পড়া হয়েছে: ৩০
সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় কক্সবাজার থেকে আস মারসা পরিবহনের একটি বাস থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে৷ আটককৃতরা হলেন, অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) এবং গীতা ধর (৩৮)।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ এলাকায় তল্লাশী চালিয়ে মারসা মারসা পরিবহনের একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে৷ ২ নারী যাত্রী শরীরে এসব স্বর্ণ লুকিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের সহযোগীতা করছিল আরো দুই পুরুষ। তাদের কাছ থেকে ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে৷ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’