চট্টগ্রামে ৫২টি চোরাই মোবাইলসহ তিনজন ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৫২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রিয়াজউদ্দিন বাজারের সালেহ মরিয়ম মার্কেটের ৭ম তলার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকার মো. নাছিরের ছেলে মো. জুবায়ের (২১), ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে পাথরঘাটা এলাকার শফিকুর রহমানের ছেলে মো. মারুফ (২৫) এবং বরিশাল বর্তমানে বাইন্না টিলা এলাকার স্টেশন রোড এলাকার কালু কবিরাজের ছেলে মামুন হোসেন (২৭)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালেহ মরিয়ম মার্কেটের ৭ম তলার গ্রেপ্তারকৃত আসামি জুবায়ের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চোরাই বিভিন্ন মডেলের ৫২টি মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top