চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ক্ষতিগ্রস্থ গ্যাস পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দীর্ঘ ১৮ ঘণ্টা গ্যাস থাকবেনা নগরীর বেশ কিছু এলাকাসহ সমগ্র হাটহাজারী উপজেলায়।
আজ বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লি: (কেজিডিসিএল) কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সামনে কেজিডিসিএল এর বিদ্যমান ১০ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ বুধবার (১৩ আগস্ট) রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ/ডাইভারশন কাজের জন্য সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু হতে পারে। তবে বর্ষা মৌসুম চলমান বিধায় ঘোষিত সময় অনুযায়ী পাইপলাইন মেরামত কাজ ভারী বৃষ্টিপাতের কারণে যদি সম্পাদন করা না যায়, তবে আবহাওয়া অনুকূলে আসার পর পরবর্তী দিনে উক্ত কাজ সম্পন্ন করা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
চট্টগ্রাম নগরীর ক্যান্টমেন্ট এলাকা, বায়েজিদ থানা এলাকা, নাছিরাবাদ, বিবির হাট, অক্সিজেন, ওয়াজেদিয়া, হাটহাজারী উপজেলা, বালুচরা, মদনহাট, ফতেয়াবাদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা।
চাটগাঁ নিউজ/জেএইচ