চট্টগ্রামে ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে আগামীকাল রবিবারও  বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল আকাশ মেঘলা থাকতে পারে।

জানা গেছে, শনিবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। নিম্নচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। ফলে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃষ্টির প্রভাবে আজ চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।  এতে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top