চট্টগ্রামে ১৬ জুলাই’র আয়োজনে ছিলেন ওয়াসিম-শান্ত, বাদ ফারুক!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের এম. এ আজিজ স্টেডিয়ামে গত ১৬ জুলাই’র আয়োজন জুড়ে ছিলেন শহীদ ওয়াসিম ও শান্ত। কিন্তু স্থান হয়নি ফার্নিচার মিস্ত্রি শহীদ ফারুকের। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ফারুকের পরিবার।

তাইতো হতভাগা স্ত্রীর প্রশ্ন— ফার্নিচার মিস্ত্রি বলে কি এমন এমন অবহেলা? যেখানে ছিলোনা ড্রোন শো কিংবা ব্যানারে শহীদ ফারুকের কোন ছবি।

প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলের কেউ না বলেই কি ফারুকের প্রতি এমন বৈষম্য?

এদিকে মৃত্যুর এক বছর পর চট্টগ্রামের আকাশে বাবার ছবি ভেসে উঠবে এই আশায় বুক বেঁধেছিল শহীদ ওমর ফারুকের ৭ বছরের মেয়ে ফারিহা আক্তার। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত বসে থেকে যখন জানতে পারলেন শহীদ ওমর ফারুককে দেখানো হবে না তখন মন ভাঙে মা মেয়ে দু’জনেরই। অনুষ্ঠানের মাঝপথেই উঠে চলে যান অনুষ্ঠানস্থল থেকে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……………

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top