চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই চোরকে ১৩ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আরমান (৩৬) ও সাজু কুমার বনিক (৩০)। এই ঘটনায় গ্রেফতার দুইজনের মধ্যে মোঃ আরমান ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আর সাজু কুমার বনিকের বিরুদ্ধে রয়েছে চোরাই স্বর্ণালংকার ক্রয় ও সংরক্ষণের অভিযোগ। ছিনতাই চক্রের সদস্য আরমানের বিরেুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদকসহ ৭ টি মামলা রয়েছে।
রবিবার (১৮ মে) সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন দক্ষিণের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন। তিনি বলেন, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এরা পেশাদার ছিনতাই চক্র। থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি থাকায় ছিনতাই চক্রকে সনাক্ত করা সহজ হয়েছে বলে দাবি তার।
ঘটনাটি মূলতঃ গত ৮ মে সকালে অভিষেক বড়ুয়া নামের এক ব্যক্তি কোতোয়ালী থানার হাজারী গলির দিকে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে তার কাছে থাকা ৪টি স্বর্ণের চুরি (ওজন-২০০ গ্রাম) , ২টি মোবাইল ছিনতাই হয়। এ ঘটনায় একটি মামলা হলে পুলিশ শনিবার জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে গ্রেফতার করে।
রোববার তাদেরকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন