চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে এক হাতির মৃতদেহ পাওয়া গেছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফাঁদ পেতে হাতিটিকে আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি এলাকায় গভীর বনের ভেতর হাতিটির মৃতদেহ পাওয়া যায়।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা গিয়ে মৃত হাতিটিকে হেফাজতে নেয়। হাতিটির বয়স আনুমানিক সাত বছর। পিঠে গভীর আঘাতের চিহ্ন আছে। দাঁত ও নখ কেটে নিয়ে গেছে। দাঁত কেটে নেওয়ার সময় হাতিটির শূঁড়ও উপড়ে ফেলা হয়েছে। হাতিটিকে বনের ভেতরেই মাটিচাপা দেওয়া হবে।
ময়নাতদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বন কর্মকর্তা মামুন বলেন, ‘পিঠে ধারালো অস্ত্র দিয়ে গভীরভাবে আঘাত করে হাতিটিকে খুন করা হয়েছে। দু’য়েকদিন আগেই ফাঁদ পেতে হাতিটিকে আটকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। সম্ভবত দলছুট হয়ে গিয়েছিল, এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো চক্র হাতিটিকে ফাঁদে ফেলতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।
চাটগাঁ নিউজ/এসএ